কঙ্গোর বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে আগুন

0
2

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বা ডিআর কঙ্গোর বিমানবন্দরে সোমবার রানওয়ে থেকে ছিটকে পড়ার পর একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে গেছে। বিবিসি এ সংক্রান্ত ভিডিও ভেরিফাই করে নিশ্চিত হয়েছে।

ওই বিমানে দেশটির খনি মন্ত্রী লুইস ওয়াতুম কাবাম্বাসহ একটি প্রতিনিধি দল ছিলো। তারা নিকটবর্তী কোবাল্ট খনি এলাকায় যাচ্ছিলেন। সেখানে শনিবার একটা সেতু ধ্বসে ৩২ জন নিহত হয়েছিলো। সরকারের মুখপাত্র জানিয়েছেন, মন্ত্রী ও তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।

বিমানের ভেতরে থাকা একজন যাত্রীর করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি পূর্ব দিক থেকে অবতরণ করছিলো। আরেকটি ক্লিপে দেখা যায়, লোকজনকে দ্রুত বিমান থেকে বের হতে তাগাদা দেয়া হচ্ছে। তারা যতক্ষণে বের হয়েছেন ততক্ষণে বিমানটির এক অংশে পুরোপুরি আগুন ধরে গিয়েছিলো।

এছাড়া আরও ভিডিও দূর থেকে নেওয়া হয়েছিলো। একটিতে দেখা যাচ্ছে আগুন নেভাতে লড়াই করছে দমকল কর্মীরা।

সূত্র: বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here