‘বাংলাদেশ না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না’

0
4

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের মাটিতে খেলতে চায় না বলে আগেই আইসিসিকে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে কয়েক দফা বৈঠকেও বিষয়টির সমাধান হয়নি।

গতকাল (বুধবার) ভার্চ্যুয়াল এক বৈঠকে বসেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদস্য দেশগুলো। সেখানেও বাংলাদেশের জন্য ইতিবাচক কিছু ছিল না। বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করে ভারতের মাটিতেই খেলতে হবে বলে স্রেফ জানিয়ে দিয়েছে আইসিসি। অন্যথায় বিকল্প দলকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে।

এদিকে, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হওয়াকে সমর্থন জানিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার অতুল ওয়াসান। তার মতে, আইসিসি সঠিক সিদ্ধান্তই নিয়েছে। ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ওয়াসান বলেন, “আইসিসিকে ধন্যবাদ। আমি এমন সিদ্ধান্তই আশা করছিলাম। এটা সঠিক সিদ্ধান্ত। বিসিসিআইকেও ধন্যবাদ, কারণ একটি দল হঠাৎ করে পুরো টুর্নামেন্টকে চাপে ফেলতে পারে না। এটা অনেক বড় আয়োজন, আগেই এসব ভাবা উচিত ছিল।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আসছিল। এ প্রসঙ্গে ওয়াসান কটাক্ষ করে বলেন, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ‘অভিমান’ করছে।

তিনি বলেন, “একজন খেলোয়াড়কে আইপিএল থেকে সরিয়ে নেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তারা না এলে ক্রিকেটের কোনো ক্ষতি হবে না। চাইলে স্কটল্যান্ডকে নেওয়া যেতে পারে। বাংলাদেশ কোনো টুর্নামেন্ট জয়ের দাবিদার দল নয়।”

গতকাল আইসিসি বোর্ডের ভার্চ্যুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই আয়োজন করা হবে।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। ওই দিনই কলকাতার ইডেন গার্ডেন্সে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এরপর ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইতালির মুখোমুখি হবে তারা। ইংল্যান্ডের বিপক্ষেও ম্যাচ রয়েছে কলকাতায়। সবশেষ গ্রুপ ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here