যুক্তরাষ্ট্রে চারজনকে গুলি করে হত্যা করলেন এক ভারতীয়

0
17

যুক্তরাষ্ট্রে নিজের স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা করেছেন এক ভারতীয়। পারিবারিক দ্বন্দ্ব থেকে জর্জিয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে শনিবার (২৪ জানুয়ারি) জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। আটলান্টার ভারতীয় কনস্যুলেট গুলিতে ভারতীয় নাগরিক নিহতের তথ্য নিশ্চিত করেছে।

জর্জিয়ার লরেন্সকেভিলে সিটির একটি বাড়িতে চারজনকে গুলি করা হয়। সেখানে পুলিশ গিয়ে তাদের রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ওই সময় তাদের ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। চারজনকে গুলি করা ব্যক্তির নাম বিজয় কুমার। ৫১ বছর বয়সী বিজয় তার স্ত্রী মিনু দোগরা, গৌরভ কুমার, নিধি চন্দর এবং হারিস চন্দরকে গুলি করেন।

ওই সময় সেখানে ৭, ১০ এবং ১২ বছর বয়সী তিন শিশু ছিল। এরমধ্যে ১২ বছর বয়সী শিশুটি জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়। তার ফোন পেয়ে কয়েক মিনিটের ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। গোলাগুলিতে শিশুদের কেউ আহত হয়নি। তাদের পরিবারের অন্যান্য সদস্যদের হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিজয় কুমার ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর তারা নিজেদের ১২ বছর বয়সী সন্তানকে নিয়ে আরেকটি বাড়িতে যান। যেখানে নিহত ওই তিনজন ছিলেন। তাদের সঙ্গে বাকি দুই শিশু থাকত।

ঝগড়ার পর নিজের বাড়ি থেকে ওই বাড়িতে তারা কেন গিয়েছিল সেটি এখনো স্পষ্ট নয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here