দেশইনফো প্রতিবেদক: নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রীকে ঈদ উপহার দিচ্ছেন বিএনপি নেতারা। শুক্রবার সাতক্ষীরা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ অঞ্চলে আন্দোলন করতে গিয়ে গুম-খুন, পঙ্গু ও নির্যাতিত সদস্যের পরিবারকে এই উপহার দেয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
সূত্র বলছে, এসব ঈদসামগ্রী পৌঁছে দেয়ার জন্য সারা দেশকে ১০টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এই ঈদ উপহার সার দেশে প্রায় এক হাজার পরিবারের কাছে পৌঁছানো হবে।
বিএনপি নেতারা জানান, সার দেশে নির্যাতিত পরিবারগুলোর কাছে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে জায়নামাজ, তসবিহ, আতর, টুপি, শাড়ি, লুঙ্গি, খেজুর, কিশমিশ, বাদাম, পোলাওয়ের চাল, দুধ, চিনি, লাচ্ছা সেমাই, চকলেট ও বিস্কুট দেয়া হচ্ছে। সঙ্গে রয়েছে তারেক রহমানের ঈদকার্ডও।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান জানান,ময়মনসিংহ জেলার ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার তিনি নিজে পৌঁছে দিয়েছেন।