এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

0
470

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

পাকিস্তান সম্ভাব্য একাদশ: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তানের বিপক্ষে একাদশে সুযোগ পেতে পারেন সৌম্য সরকার। ওপেনিংয়ে নাজমুল হোসেন শান্ত প্রত্যাশা মাফিকখেলতে পারছেন না। তার পরিবর্তে একাদশে সৌম্যকে দেখা যেতে পারে। এটাই টিম ম্যানেজমেন্টের চাওয়া।

তবে এশিয়া কাপের সর্বশেষ তিন ম্যাচে ৬, ৭ ও ৭ রানে আউট হওয়া তরুণ ওপেনারশান্তর ওপর আস্থা রাখছেন প্রধান কোচ স্টিভ রোডস। পাকিস্তানের বিপক্ষে একাদশে শান্তকে রাখার পক্ষে কোচ। যে কারণে টস হওয়ার আগে বলা মুশকিল কে খেলছেন, সৌম্য নাকি শান্ত।

শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে ৩ রানে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। আগামীকাল বুধবার পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ষষ্ঠ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অঘোষিত সেমিফাইনাল। এই ম্যাচে যারাই জিতবেতারা খেলবে শুক্রবার ভারতের বিপক্ষে ফাইনালে।

শুধু বাংলাদেশই নয়, পাকিস্তান ক্রিকেট দলেও পরিবর্তন আসতে পারে। ভারতের বিপক্ষে বাজেভাবে হেরে যাওয়া সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি একাদশের পাশাপাশি খেলার কৌশলেও পরিবর্তন আনতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here