কক্সবাজারে জাতিসংঘ মহাসচিব-বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

0
280

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। সোমবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তারা।

এরপর কক্সবাজারে হোটেল সায়মনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন গুতেরেস ও কিম। বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তারা। সেখানে কথা বলবেন নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সঙ্গে। ঘুরে দেখবেন বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার ত্রাণ, চিকিৎসা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান। রাতেই ঢাকা ফিরবেন তারা।

দুজনের সফরকে কেন্দ্র করে, কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার চার দিনের সফরে ঢাকা আসেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। রোববার সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here