লালমনিরহাটে চাষীদের মাঝে আঁশকল বিতরণ

0
492
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে পাটচাষীদের মাঝে আঁশকল বিতরণ করা হয়েছে।সোমবার সকালে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি’র আরডিআরএস কার্যালয়ে প্রধান অতিথি থেকে এসব আঁশকল বিতরণ জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
প্রাকটিক্যাল এ্যাকশনের বাস্তবায়নে ও আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় জেলার ২২ জন কৃষাণ-কৃষাণীর মাঝে আঁশকলগুলো বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন,কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিধুভূষণ রায়,জেলা মূখ্য পাট পরিদর্শক মহাফেজ উদ্দিন,পাট বিশেষজ্ঞ আলমগীর চৌধুরি,প্রাকটিক্যাল এ্যকশান এর প্রোগ্রাম ম্যানেজার কাজী মোরশেদ আলম,আরডিআরএস’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নজরুল ইসলাম সহ প্রাকটিক্যাল এ্যাকশন ও আরডিআরএস এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here