Home রাজনীতি শোকাবহ আগষ্টের প্রথম দিনে বগুড়ায় যুবলীগের শোক র্যালী
শোকের মাস আগষ্টের প্রথম দিনে বগুড়ায় শোক র্যালী করেছে বগুড়া জেলা যুবলীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১২ টায় শহরে র্যালী বের হয়।
র্যালিটি সাতমাথাস্থ্য দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে।
র্যালীতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবু আহম্মেদ নাসীম পাভেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, দপ্তর সম্পাদক এড. জাকির হোসেন নবাব, যুব ও ক্রীড়া সম্পাদক সাগর কুমার রায়, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, জেলা ছাত্রলীগের সা: সম্পাদক অসীম কুমার রায়, আজিজুল হক কলেজ শাখার সভাপতি মোজাম্মেল হক বুলবুল, পৌর কাউন্সিলর মোস্তাকিম রহমান প্রমুখ।