Home রাজনীতি শিবালয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদন্ড
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় বুধবার এক যুবককে সাত দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান আহম্মেদ।
জানা গেছে, শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের আব্দুস সালামের পুত্র রাজিব (১৮) স্থানীয় সদরউদ্দিন ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্যক্ত করে আসছিল। বুধবার সকালে কলেজ ছাত্রী থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে দুপুরেই পুলিশ বখাটে রাজিবকে কলেজ ক্যাম্পাসের কাছ থেকে আটক করে।
পুলিশ আটক রাজিবকে ভ্রাম্যমান আদালতের প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে ৭দিনের সশ্রম কারাদন্ড প্রদান করে। রাজিব সদরউদ্দিন ডিগ্রী কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্র বলে জানা গেছে।