এদিকে, দুর্ঘটনার নামে সহপাঠীদের হত্যার বিচার ও পরিবহন নৈরাজ্যের প্রতিবাদে চলমান আন্দোলনে দেশের শিল্পীসমাজ একাত্মতা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বিকালে শাহবাগ চত্বরে সরজমিনে গিয়ে দেখা যায় অবস্থানরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী কোনাল পারভেজ সাজ্জাদ, আরজে টুটুল কন্ঠ শিল্পী মুনি চৌধুরী , কণ্ঠ শিল্পি নওরিন , নওশিন , ব্রাউনিয়া, সাব্বির জামান, আরিফ, গিতিকার জিবক বরুয়া, প্রমূখ।
কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ বলেন, বাচ্চাদের আন্দোলন যৌক্তিক তাদের উৎসাহ দিতে আমরা এখানে এসেছি এ আন্দোলনের কারণে অনেক দুর্ভোগ হলেও কেউই বিরক্তি ফিল করছে না আর আমাদের অনেক কিছু শিখিয়েছে কিভাবে নিয়ম মেনে চলতে হয়। আরজে টুটুল বলেন, বাচ্চারা যে নিয়ম মানার প্রথা চালু করেছেন তা যেন আমরা ধরে রাখি আমরা চাই এর যৌক্তিক সমাধান। কণ্ঠশিল্পী কোনাল বলেন, এই কোমলমতি ছাত্রছাত্রীদের কাছেআমরা আশা করবো সরকার এসব দাবি অতি দ্রুত বাস্তবায়ন করবেন।