গোলাম সারওয়ারকে দেখতে হাসপাতালে মোল্লা জালাল

0
288

দেশইনফো প্রতিবেদক: সমকাল সম্পাদক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান গোলাম সারওয়ার অসুস্থ। গত রোববার মধ্যরাতে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হৃদরোগের পাশাপাশি নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভুগছেন। সকালে তাকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল।

এদিকে, উন্নত চিকিৎসার জন্য তাকে আজ রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার কথা। তাকে সেখানকার জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে।

গোলাম সারওয়ারের চিকিৎসার বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করছেন সমকালের প্রকাশক এ. কে. আজাদ। পরিবারের সদস্য ছাড়াও সমকালের একজন বিশেষ প্রতিনিধি সম্পাদকের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন। পরিবার এবং সমকালের পক্ষ থেকে শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে সম্পাদকের আশু রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে।

এদিকে, চিকিৎসাধীন সমকাল সম্পাদককে দেখতে বৃহস্পতিবার রাতে ল্যাবএইড হাসপাতালে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং গোলাম সারওয়ারের দ্রুত আরোগ্য কামনা করেন।

দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ারের চিকিৎসায় ল্যাবএইড কর্তৃপক্ষ গত সোমবার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে। বোর্ডের অন্য সদস্যরা হলেন- কার্ডিওলজিস্ট ডা. বরেন চক্রবর্তী, এন্ডোক্রাইনোলজিস্ট ডা. খাজা নাজিমুদ্দিন, নেফ্রোলজিস্ট ডা. রফিকুল আলম ও রেসপিরেটরি মেডিসিনের ডা. সাইদুল ইসলাম। ডা. সোহরাবুজ্জামান সমকালকে বলেন, গোলাম সারওয়ার হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসে পানি জমেছে এবং নিউমোনিয়া সংক্রমণ আছে। হার্টের পাশাপাশি তিনি কিডনি, ফুসফুসসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত। এ কারণে দ্রুত নিউমোনিয়া সংক্রমণ নিয়ন্ত্রণে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাচ্ছে না। একই কারণে তার ফুসফুসে জমে থাকা পানি অপসারণ সম্ভব হচ্ছে না।

সমকাল সম্পাদককে দেখতে গত বুধবার হাসপাতালে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সমকাল প্রকাশক এ. কে. আজাদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ল্যাবএইড হাসপাতালের এমডি ডা. এ এম শামীম।

বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ অনেকেই গোলাম সারওয়ারকে দেখতে হাসপাতালে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here