অল রে‌ডি আ‌ন্দোল‌নের সিন্দান্ত নি‌য়ে‌ছে বিএন‌পি: রুহুল আলম 

0
256
বিএন‌পির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী ব‌লে‌ছেন,‌বেগম খা‌লেদা জিয়ার না‌মে মিথ্যা মামলার রায়সহ বি‌ভিন্ন বিষ‌য়ে সরকারের অ‌নিয়ম দে‌খে জনগন অ‌তিষ্ঠ যার কার‌ণে অল রে‌ডি আ‌ন্দোল‌নের সিন্দান্ত নি‌য়ে‌ছে বিএন‌পি ।
শ‌নিবার (৫ জুলাই ) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে দেশ বাচাও মানুষ বাচাও আ‌ন্দোল‌নের উ‌দ্যো‌গে বেগম খা‌লেদা জিয়া ও যুবদ‌লের সাধারণ সম্পাদক সুলতান সালাউ‌দ্দিন টুকু সহ সকল রাজব‌ন্দি‌দের নিঃশর্ত মু‌ক্তির দা‌বি‌তে এক মানববন্ধ‌নে তি‌নি এসব কথা ব‌লেন।
‌তি‌নি ব‌লেন,’দে‌শের জনগ‌নের অ‌ধিকার নাই গণতন্ত্র নাই  সরকা‌রের এসব অ‌নিয়ম দে‌খে জনগন অ‌তিষ্ঠ তার জন্য বিএন‌পি ও বিশ দলীয় জোট অল রে‌ডি সিন্দান্ত নি‌য়ে‌ছে যে আ‌ন্দোলন ক‌রে দে‌শে গণতন্ত্র  বেগম খা‌লেদা জিয়াসহ সকল রাজবন্দী‌কে মুক্ত কর‌বো” ।
এসময় তি‌নি বিএন‌পিসহ বিশ দলীয় নেতা কর্মী‌দের আহবান ক‌রে ব‌লে, আপনারা ঐক্যবদ্ধ হন কেন্দ্র নেতারা আ‌ন্দোল‌নের ডাক দি‌লে সবাই‌কে জা‌পি‌য়ে পর‌তে হ‌বে একং দেশ বা‌শি‌কে অনু‌রোধ কর‌বো আনারাও ন্যায় প‌ক্ষে থাক‌বেন এই  সরকারকে পদত্যাগ বাধ্য ক‌রে দে‌শে গণতন্ত্র ফি‌রি‌য়ে আন‌তে হ‌বে।
‌বিএন‌পির এ নেতা ব‌লেন, দে‌শে নির্বাচ‌নের অবস্থা সম্প‌র্কে জনগন জা‌নে আমরা দে‌শে অবাদ নি‌রোপক্ষ সুষ্ঠ নির্বাচনের জন্য অ‌ঙ্গিকার বদ্ধ অ‌চি‌রেই  দে‌শে  সুষ্ঠ ও সব দ‌লের অংশ গ্রহন মুলক নির্বাচ‌নের ব্যবস্থা বিএন‌পি কর‌বে।
একটা ঘটনার কার‌ণে কমলম‌তি ছাত্ররা আজ রাস্তা । কেন তারা রাস্তায় ? কারণ যা‌দের বেতন দেওয়া  হয় যা‌দের পিছ‌নে কো‌টি কো‌টি টাকা খরচ করা হয় তারা এটা কর‌তে পা‌রে‌নি যার কার‌ণে ছাত্ররা আজ রাস্তায় নে‌মে দে‌খি‌য়ে দি‌য়ে‌ছে ।
‌তি‌নি আরও ব‌লেন, সরকার , মেট্রপ‌লিটন ও নগনর প‌রিকল্পনা বিদরাও ব‌লে‌ছে ছাত্র‌দের দা‌বি ন্যায্য তারপ‌রেও তা‌দের উপর ছাত্রলী‌গের হামলা এটা নেককার জনক এসময় তি‌নি এসব কমলম‌তি ছাত্র‌দের উপর হামলা থে‌কে বিরত থাক‌তে আওয়ামী লীগ‌কে আহবান ক‌রেন।
আ‌য়োজক সংগঠনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপনের সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া,লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা. মুস্তা‌ফিজুর রহমান ইরান ,ছাত্র দল নেত্রী আ‌রিফা আক্তার রুমা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here