রাজধানীর পরিবহন ব্যবস্থায় ৬টি কোম্পানির আওতায় চার হাজার বাস নামানোর জন্য প্রয়াত মেয়র আনিসুল হক যে পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বোরবার নগর ভবনের ব্যাংক ফ্লোরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আগামী কাল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি বৈঠক হবে। সেখানে বিষয়টি চূড়ান্ত হবে।
শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে মেয়র বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। কিন্তু এখন একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা শিক্ষার্থী এবং অভিবাবকদের অনুরোধ করছি, আপনার বাড়ি ফিরে যান।
সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপক জাহিদ হোসেন,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সালাহ উদ্দিন সহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।