নিরাপদ সড়কের দাবি বাস্তবায়‌নে নাগ‌রিক সমা‌জের প্রস্তাবনা

0
252

স্টাফ করেসপন্ডেন্ট: ‌নিরাপদ সড়কের দা‌বি‌তে দে‌শের শিক্ষার্থী‌দের চলমান আ‌ন্দোল‌নের প্র‌তি পূর্ণ সমর্থন জ্ঞাপন ক‌রে‌ছে উ‌দ্বিগ্ন নাগ‌রিক সমাজ। নিরাপদ সড়‌কের দাবি‌তে ছাত্র‌দের আ‌ন্দোলনে মানু‌ষের জীব‌নের যে সাং‌বিধা‌নিক অ‌ধিকার র‌য়ে‌ছে তা রক্ষা‌র্থে ৮ দফা প্রস্তাবনা দি‌য়ে‌ছে উ‌দ্বিগ্ন নাগ‌রিক সমাজ।

সোমবার(৬ আগস্ট) দুপু‌রে জাতীয় প্রেসক্লা‌বে উ‌দ্বিগ্ন নাগ‌রিক সমাজ আ‌য়ো‌জিত সভায় নাগ‌রিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না লি‌খিত বক্ত‌ব্যে এই প্রস্তাব তু‌লে ধ‌রে‌ছেন।

প্রস্তাবগু‌লো হ‌চ্ছে:

১. সড়কপ‌থে নৈরাজ্য ব‌ন্ধে ছাত্র‌দের শান্তিপূর্ণ আ‌ন্দোল‌নে পুলিশ ও ক্ষমতাসীন‌দের বি‌ভিন্ন সংগঠ‌নের কর্মী‌দের হামলার তীব্র নিন্দা জানাই এবং বিচার দা‌বি কর‌ছি।
২. সড়ক প‌রিবহ‌নে জবাব‌দি‌হিতা প্র‌তিষ্ঠার ল‌ক্ষ্যে এর মা‌লিকানার স‌ঙ্গে সড়ক শ্র‌মিক সংগঠনগু‌লোর স‌ঙ্গে জ‌ড়িত নৌ মন্ত্রী সহ সকল মন্ত্রীর পদত্যাগ দা‌বি কর‌ছি। আমরা ম‌নে ক‌রি দরকষাক‌ষি শ‌ক্তির ( শ্র‌মিক সংগঠন) নেতা এবং বাস্তবায়নকা‌রি কর্তৃপক্ষ ( মন্ত্রী) একই ব্য‌ক্তি হ‌লে তা স্ব‌ার্থের সংঘাত হয়, এমন‌কি তা মন্ত্রীর শপ‌থের লংঘনও হয় ব‌লে এই পদত্যাগ জরুরী হ‌য়ে প‌ড়ে‌ছে।
৩. বিদ্যমান আইনগু‌লোর সংস্কার ক‌রে সড়ক প‌রিবহ‌ণে আইন লংঘ‌নের শা‌স্তি ক‌ঠোরতর কর‌তে হ‌বে। বি‌শেষ ক‌রে লাই‌সেন্স ছাড়া, ফিট‌নেস ছাড়া রাজ‌পে‌থে উন্মাত্তভা‌বে গা‌ড়ি চা‌লি‌য়ে মানুষ হত্যা করার জন্য নূ্ন্যতম সাত বছ‌রের শা‌স্তি নি‌শ্চিত কর‌তে হ‌বে। ফিট‌নেস বিহীন গাড়ী লাই‌সেন্স‌বিহীন বা অপ্রাপ্ত বয়স্ক ড্রাইভার‌দের চালা‌তে দি‌লে সড়ক শ্র‌মি‌কের পাশাপা‌শি যানবাহ‌নের মা‌লিক‌দেরও সড়কপ‌থে মৃতু্যর দায় নি‌তে হ‌বে এবং এজন্য আইন মোতা‌বেক অপরা‌ধে সহ‌যোগীর শা‌স্তি পে‌তে হ‌বে।
৪. সড়কপ‌থে বে‌পোরোয়া দুর্ঘটনাজ‌নিত মৃতু্ বা আহত হওয়ার ঘটনায় মা‌লিক পক্ষ থে‌কে উপযুক্ত ক্ষ‌তিপূর‌ণের বিধান আই‌নে থাক‌তে হ‌বে।
৫. অ‌বিল‌ম্বে স্কুল ক‌লেজগু‌লোর সাম‌নে ফুট ওভারব্রীজ, জেব্রা ক্র‌সিং এবং স্পীড ব্রেকার নির্মাণ কর‌তে হ‌বে।
৬. অ‌বিল‌ম্বে পর্যায়ক্র‌মে স্কুল বাস চালুর ব্যবস্থা ক‌রে সড়কপ‌থে জাপ ক‌মি‌য়ে আনার ব্যবস্থা কর‌তে হ‌বে।
৭. উ‌ল্টোপ‌থে গা‌ড়ি চলাচল সম্পূর্ণভা‌বে বন্ধ কর‌তে হ‌বে এবং এজন্য তাৎক্ষ‌নিক শা‌স্তির ব্যবস্থা কর‌তে হ‌বে।
৮. সড়ক প‌রিবহ‌নে নৈরাজ্য বন্ধ তদারকী‌তে স‌র্বোচ্চ পর্যা‌য়ে এক‌টি ক‌মিশন গঠন ক‌রে প্র‌তি এক মাস অন্তর অন্তর এর অগ্রগ‌তি জনগণ‌কে জানা‌তে হ‌বে।

মান্না ব‌লেন, আমরা আশা ক‌রি দ্রুত এসব পদ‌ক্ষেপ গ্রহণ ক‌রে সরকার দে‌শের শিক্ষার্থী‌দের ম‌নে আস্থা ফি‌রি‌য়ে আন‌তে সক্ষম হ‌বে এবং সন্তুষ্ট চি‌ত্তে শ্রেনীক‌ক্ষে তা‌দের ফি‌রে যাওয়ার প‌রি‌বেশ সৃ‌ষ্টি কর‌বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here