সারাদেশে সরকার কাংখিত উন্নয়নে সক্ষম হয়েছে: পলক

0
417
নাটোর প্রতিনিধি :তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, চলনবিলের সার্বিক উন্নয়নই প্রমাণ করে সারাদেশে কাংখিত উন্নয়নে সক্ষম হয়েছে বর্তমান সরকার।
সরকারের টেকসই উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্পন্ন হলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তিনি আজ শুক্রবার রাতে নাটোরের সিংড়া পৌরসভা কনফারেন্স রুমে আয়োজিত টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও পৌস সভার যৌথ আয়োজনে কর্মশালার প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর এস ডি জি বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ।
জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ড. রাজ্জাকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। কর্মশালায় উপজেলার বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, উন্নয়ন কর্মি, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও সাংবাদিক বৃন্দ অংশ নেন।
কর্মশালার শুরুতে উপজেলার টেকসই উন্নয়নের পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here