বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

0
269
বগুড়ায় বালু ব্যবসায়ীকে জরিমানাবগুড়ায় পৃথক সড়ক দুঘটনায় বাস চালক-সুপারভাইজারসহ ৩ জন নিহত। বগুড়া-ঢাকা মহাসড়কের জেলার শেরপুর মহিপুর এলাকায় এনা পরিবহন ও চাঁদনী পরিবহনের পাশে ধাক্কায় চাঁদনী পরিবহনের চালক মিঠু(৩৫) ও যাত্রী সাজ্জাদ(৩০) নিহত হয়। একই উপজেলার ধুনট মোড়ে অজ্ঞাতনামা এক বাসের সুপাইভাইজার নিহত হয়েছে।
নন্দীগ্রাম হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কাজল নন্দী জানান, শনিবার দিবাগত রাত সাড়ে বারো টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড়ে এক বাসের সুপাইভাইজার নিহত হয়েছে। তার নাম ঠিকানা জানা যায়নি। অপরদিকে, রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মহিপুর এলাকায় এনা পরিবহনকে চাঁদনী পরিবহন ধাক্কা দেয় ।
এতে চাদনী পরিবহনের চালক ও এক যাত্রী নিহত হয়। ৪/৫ জন আহত হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here