আমরা সবাই বাঙালী ও বাংলাদেশী : এলজআিরডি মন্ত্রী

0
266
কে এম রুবেল, ফরিদপুর : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার মতায় আছে বিধায় আজ সবধর্মের মানুষ একসঙ্গে মিলে মিশে বসবাস করতে পারছে। এখানে সংখ্যালঘু বলে কিছু নেই। সবাই বাঙালী ও বাংলাদেশী। আমরা একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেন, বিশ্বচরাচর থেকে দুষ্টুদের দমন করে সাধুদের রার জন্যই শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের রোহিণী নত্রের অষ্টম দিনে পৃথিবীতে আবির্ভূত হন।
মন্ত্রী রবিবার সকালে শহরের শ্রীঅঙ্গনে পূর্জা উদযাপন পরিষদের আয়োজনে জন্মাষ্টমীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিজ্ঞান বন্ধু ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ফরিদপুর প্রেসকাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, পূর্জা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শুকেশ চন্দ্র সাহা প্রমুখ ।
আলোচনা সভা সভা শেষে বণার্ঢ্য একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদণি শেষে শ্রীঅঙ্গনে গিয়ে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here