মোবাইল ও ডেস্কটপে ব্যবহারকারীরা যাতে সহজে ভয়েস কল, ভিডিও চ্যাটিং ও মেসেজ পাঠাতে পারেন, সে জন্য স্কাইপকে ঢেলে সাজাচ্ছে মাইক্রোসফট।
সম্প্রতি স্কাইপের বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এর মধ্যে রয়েছে ডার্ক থিম ব্যবহার করার সুবিধা, এন্ড-টু-এন্ড এনক্রিপশন কনভারজেসনসহ আরও বেশ কয়েকটি ফিচার।
স্কাইপের ডিরেক্টর অব ডিজাইন পিটার স্কিলম্যান এক ব্লগপোস্টে জানান, গতবছর স্কাইপের ডিজাইনে কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছিল। এই বিষয়ে ব্যবহারকারীদের কাছ থেকে মতামত নেওয়া হয়েছিল।
এই মতামতের ভিত্তিতে কিছু পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। পিটারের বক্তব্য অনুযায়ী স্ক্রিনে থাকা চ্যাট, কল, কন্টাক্ট এবং নোটিফিকেশন ফিচারগুলোর স্থান পরিবর্তন হতে পারে। তার দেওয়া তথ্য অনুযায়ী, স্কাইপকে আরও সহজতর করা হচ্ছে।