মোঃ সারওয়ার হোসেন: কম কষ্টে, এক দিনে, এক ট্রেইলে একাধিক ঝর্না দেখতে হলে আপনাকে বোয়ালিয়া ট্রেইলে যেতে হবে।এই ট্রেইলে আপনি দেখবেন বোয়ালিয়া, বাউশ্যা, অমরমানিক্য ঝর্না, ন হাইত্যে খুম, ঊঠান ঢাল। পুরো ট্রেইলটি শেষ করতে ৪-৫ ঘন্টা লাগবে।
যেভাবে যাবেন: ঢাকা থেকে বাস যোগে সরাসরি মিরসরাই বাজার, ভাড়া পড়বে ৪৮০ টাকা। অথবা ঢাকা থেকে ফেনীর মহিপাল যাবেন, ভাড়া পড়বে ২৭০ টাকা। মহিপাল থেকে লোকাল বাসে মিরসরাই বাজার যাবেন, ভাড়া পড়বে ৫০ থেকে -৬০।
তারপর সিএনজি নিয়ে চলে যাবেন ব্র্যাক পোল্ট্রি ফার্মে। এখানে জনপ্রতি ২০টাকা ভাড়াতেই যেতে পারবেন। সেখান থেকে গাইড নিয়ে ট্রেকিং শুরু করতে হবে। আর একবার ট্রেকিং শুরু হলে আপনি বোয়ালিয়া, বাউশ্যা, অমরমানিক্য ঝর্না, ন হাইত্যে খুম, ঊঠান ঢাল ঘুরে আসতে পারবেন।
আপনার চারপাশের পরিবেশ সুন্দর রাখুন। যেখানে সেখানে ময়লা আবর্জনা, অপচনশীল জিনিস ফেলা থেকে অবশ্যই বিরত থাকুন।