যশোরের চৌগাছায় অফিস কক্ষে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে তাসের উদ্দীন নামের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, ভুক্তভোগী মেয়েটির বাবা একটি অভিযোগ করেছেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা রেকর্ড করা হবে।চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন, ভুক্তভোগী মেয়েটির বাবা একটি অভিযোগ করেছেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা রেকর্ড করা হবে।
ভুক্তভোগী ছাত্রীর বাবা ও মা জানিয়েছেন, মেয়েটি চলমান চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ নিচ্ছে। বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা চলছিল। এসময় একটি প্রশ্ন বুঝতে না পারায় মেয়েটি প্রধান শিক্ষকের শরণাপন্ন হয়। কিন্তু প্রধান শিক্ষকের কক্ষে কেউ না থাকার সুযোগে তিনি ছাত্রীকে জড়িয়ে ধরে শ্লীলতহানি করে।
মঙ্গলবার এলাকাবাসী প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে স্কুল কক্ষে অবরুদ্ধ করে রাখলে পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।