
হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৮৬ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের শুল্ককরসহ মূল্য প্রায় ২৫ লাখ ৮০ হাজার টাকা।
মঙ্গলবার (২ অক্টোবর) ভোর রাত ২টা ২০মিনিটের দিকে শুল্ক গোয়েন্দার একটি দল অভিযান চালিয়ে সিগারেটগুলো জব্দ করে।
শুল্ক গোয়েন্দা জানায়, মধ্যরাতে সৌদির রিয়াদ থেকে ছেড়ে আসা এসভি-৮০২ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। গোয়েন্দাদের কাছে খবর ছিল ওই ফ্লাইটের মাধ্যমে বিদেশি সিগারেট আসছে। পরে ৮নং ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে সকল যাত্রী। কিন্তু যাত্রীরা তাদের লাগেজ নিয়ে চলে যাবার পরও তিনটি লাগেজ ব্যাগেজ পরিত্যক্ত অবস্থায় ছিল। পরে শুল্ক গোয়েন্দা দল সেগুলো জব্দ করে এবং লাগেজ খুলে তাতে থাকা ৪৩০ কার্টুন থেকে আমদানি নিষিদ্ধ ৮৬ হাজার শলাকা (বিদেশি সিগারেট) জব্দ করে। জব্দকৃত পণ্যের শুল্ককরসহ মূল্য প্রায় ২৫ লাখ ৮০ হাজার টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।