মুন্সীগঞ্জ শহরের নয়গাঁও মধ্যপাড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যাটারি চালিত অটো রিক্সা চালক মিন্টু মিয়া (৩০) নামের যুবক নিহত। বুধবার রাতে পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে অটো রিক্সাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানাযায়, রাতে রক্তাক্ত আহত অবস্থায় মিন্টুকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত মিন্টু মিয়া পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মোসলেম মিয়ার ছেলে।
মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানায় , প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নিহত অটো চালক মিন্টুকে ছুরি দিয়ে বুকে ও পেটে আঘাত করে হত্যা করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যাটারি চালিত অটো রিক্সা নিয়ে পালিয়ে যায়। মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হওয়ার প্রক্রিয়া চলছে।