বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ পরবর্তী জেলা প্রশাসকের নিকট স্বারক লিপি প্রদান করেন ফরিদপুর জেলা বিএনপি।
বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের কোর্ট কম্পাউন্ড থেকে মিছিল সহকারে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
এসময় উপস্তিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, অ্যাড. জমিউদ্দিন মৃধা, কোতয়ালী বিএনপির সভাপতি রউফ-উন- নবীসহ সিনিয়র নেতৃবৃন্দ।
একই দাবীতে শহরের প্রাইম ব্যাংক এর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গোয়ালচামট হাজরা তলা গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শহর বিএনপি’র সভাপতি রেজাউল ইসলাম রেজওয়ান, যুবদলের সাবেক সাদারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, বিএম নাহিদুল ইসলাম প্রমুখ।