হঠাৎ গলা ফুলে গেলে কি করবেন?

0
428

বিভিন্ন কারণে গলা ফুলতে পারে বা গলার ভেতর চাকা বা গোটা তৈরি হতে পারে। এটি ধীরে ধীরে হতে পারে বা জন্মগতভাবেও থাকতে পারে।

কারণ :

(১) জন্মগত- লিম্ফেনজিওমা বা ডারময়েড বা ফাইরোগ্লোসাল মিস্টের জন্য।

(২) বৃদ্ধিগত- ব্র্যাংকিয়াল সিস্ট বা ল্যারিংনেগসিলের জন্য

(৩) থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যাওয়া যাকে অনেকে ভুলবশত ম্যানা বলে।

(৪) ইনফেকশন থেকে গলার গ্রন্থি (লিম্ফলোড) ফুলে গেলে

(৫) গলায় বিভিন্ন ধরনের টিউমার বা ক্যান্সার থেকে গলার গ্রন্থি ফুলে যায়।

(৬) গলায় টিবি বা যক্ষ্মা হলেও গলার গ্রন্থিসহ শরীরের একাধিক গ্রন্থি ফুলে যেতে পারে এবং ফুসফুসে জ্বর থাকে।

নিয়ম মেনে চলুন:

(১) গলায় নতুন কোনো ফোলা দেখা দিলে তা চিকিৎসককে দেখিয়ে পর্যবেক্ষণ করতে হবে।

(২) ওষুধ খেয়ে কমে গেলে বা চলে গেলে দেখতে হবে এটা সম্পূর্ণভাবে চলে গেল কিনা।

(৩) ফোলা ধীরে ধীরে বাড়তে থাকলে তা বিশেষভাবে নজর দিতে হবে।

(৪) ফোলার সঙ্গে ব্যথা থাকলে সাধারণত ইনফেকশনের জন্য হয়, অ্যান্টিবায়োটিক খেলে চলে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here