
সংগীতশিল্পী হৃদয় খান অন্য একটি কাজে কিছুদিন আগে গিয়েছিলেন শ্রীলঙ্কা। তবে মাথার মধ্যে আরও একটি বিষয় চলে আসে, ভিডিও তৈরি। নতুন গানের জন্য একটি ভিডিও তৈরি করে নিয়ে এসেছেন এই শিল্পী। কিন্তু মজার বিষয় হলো, গানের কাজ তখনও শুরুই হয়নি!
ঢাকায় ফিরে হৃদয় বিষয়টি সম্পর্কে বললেন এভাবে, ‘একটি কাজে শ্রীলঙ্কায় গিয়েছিলাম। নয়নাভিরাম সব স্থান সেখানে। তখনই গানের ভিডিওটি করার বিষয়টি মাথায় আসে। বলা যায়, এ ভিডিওতে প্রায় পুরো শ্রীলঙ্কাই দেখা যাবে। ঢাকায় ফিরে গানটির কাজ করছি এখন। সব শেষ হলেই অডিও-ভিডিও এক করে মুক্তি দেওয়া হবে।’
এর আগে ২০১৬ সালে ‘ফিরে তো পাবো না’ শিরোনামে গানের ভিডিও তৈরি করেছিলেন হৃদয়। যার কাজও হয়েছিল শ্রীলঙ্কাতে। সেখানে মডেল হিসেবে ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত শ্রীলংকান সুন্দরী মারিয়া ইউসেফোভানার।
তবে এবারের নতুন গানে মডেল হিসেবে থাকছেন শুধু হৃদয়। ভিডিওটি পরিচালনা করেছেন তিনি নিজেই।