জিএমটির পরিবর্তে কাবা শরীফ মিনিট টাইম চালু করার দাবি

0
297

স্টাফ করেসপন্ডেট: গ্রিনিচের পরিবর্তে প্রথম জমিন কাবা শরীফ থেকে প্রাইম মেরিডিয়ান স্থির করে সকল টাইম জোন নির্ধারণ করার দাবি জানিয়েছে রাজারবাঘ শরীফ। শনিবার ৬ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সেমিনারে তারা এ দাবি জানান।

সেমিনারে বক্তারা বলেন, পবিত্র কাবা শরীফের উপর দিয়ে প্রাইম মেরিডিয়ান স্থির করলে আন্তর্জাতিক তারিখ রেখার অবস্থান হয় সুবিধাজনক স্থানে অপরদিকে প্রাইম মেরিডিয়ান স্থির করা অযৌক্তিক এবং প্রচলিত আন্তর্জাতিক তারিখ রেখা ও আঁকাবাঁকা ।গ্রীনিচের উপর দিয়ে প্রাইম মেরিডিয়ান স্থির করা আন্তর্জাতিক তারিখ রেখা ও নিয়েও সমস্যা সৃষ্টি হয়েছে প্রচলিত আন্তর্জাতিক তারিখ রেখা হচ্ছে 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশের স্থলে এই তারিখ রেখার পশ্চিমে রয়েছে উত্তর গোলার্ধে রাশিয়া এবং দক্ষিণ গোলার্ধে নিউজিল্যান্ড এই তারিখ রেখা সরাসরি উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ নেমে যেতে পারেনি জনবসতিপূর্ণ এলাকায় উপরে এসেছে তখন ঠে‌লে দেওয়া হয়েছে পানির উপর দি‌য়ে।

এসকল সমস্যার সমাধানের জন্য হাজার 1995 সালের পহেলা জানুয়ারিতে কিরিবাতির প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক তারিখ রেখাকে সরিয়ে নেবার ঘোষণা দেন।

বক্তারা বলেন, এসব সমস্যার ফলে বর্তমানে স্থান এর পূর্বেও গ্রিনিচের আরও দুটি স্থানের উপর দিয়ে প্রাইম মেরিডিয়ান স্থির করা হয়েছিল এমনকি ফ্রান্স বহুদিন যাবত গ্রিনচকে প্রাইম মেরিডিয়ান হিসেবে স্বীকৃতি দেয়নি এবং প্যারিসকে প্রাইম মেরিডিয়ান ধরে গননা করত পরবর্তীতে গ্রেনিচ কে মেনে নিয়ে জিএমটি ব্যবহার শুরু করলেও পরবর্তীতে আবার ফ্রান্স চলে যায় সি ই টি এ ফ্রান্সের উপর দিয়ে প্রাইম মেরিডিয়ান 0° চলে গেলেও তারা গি‌ে‌নিচ টাইম না ধরে 15° পূর্বে যে সময় অর্থাৎ জি ই টি কে ধরে গণনা করছে

বক্তারা আরো বলেন গ্রীন্বিচ মেরিডিয়ান কি মূল মধ্যরেখা হিসাবে বিবেচনা করা হয় 1884 সালে অথচ গ্রিনিচের পূর্বে ও ব্রাসেলস কোপেনহেগেন আলেক্সান্দ্রিয়া জেরুজালেম মাদ্রিদ ও প্যারিস এসকল এলাকায় ও প্রাইম মেরিডিয়ান হিসেবে ব্যবহৃত হয়েছে এখন আবার গ্রীন্বিচ মেরিডিয়ান কে পরিবর্তন করে পবিত্র কাবা শরীফ মূল মধ্যরেখা প্রাইম মেডিয়ান হিসেবে বিবেচনা করে সময় অঞ্চল নির্ধারণ করতে হবে সুতরাং পুনরায় কাবা শরীফ এর উপর দিয়ে প্রাইম মেরিডিয়ান স্থির করা সহজে সম্ভব প্রশ্ন হতে পারে ইহুদি খ্রিস্টানরা কেন মুসলমানদের বিষয়টি মেনে নিবে প্রকৃতপক্ষে ইহুদী-খ্রিস্টানরা ও কাবা শরীফের অবস্থান মান-মর্যাদা ঐতিহাসিক
গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল।

বক্তারা বলেন, কাবা শরীফ কে আসমান ও জমিনের কেন্দ্র বলা হয়েছে সুতরাং মুসলমানদের উচিত কাবা শরীফ এর সময় সাপেক্ষে পৃথিবীর সকল দেশের বা সকল অঞ্চলে সময় নির্ধারণ করে কাবা শরীফের প্রতি পরিপূর্ণ আদব প্রকাশ করা কাবা শরীফ কে কেন্দ্র ধরে তার উপর দিয়ে প্রাইম মেরিডিয়ান স্থির করে তার সাপেক্ষে পৃথিবীর সকল সময় অঞ্চল ভাগ করলে এর মধ্যে থাকবে শরীয়ত সম্মত ও যুক্তিসম্মত।

সেমিনারে গ্রীন ইস মিন টাইম এর পরিবর্তে কাবাশরিফ মেইন টাইম চালু করার প্রয়োজনীয়তা তুলে ধরেন দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার নির্বাহী সম্পাদক মুফতি আজম আল্লামা আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ এবং সঞ্চালনা করেন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here