মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে পাবনায় অবস্থান ধর্মঘট

0
244


সরকারি চাকরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে পাবনায় মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পাবনা জেলা শাখা।

মঙ্গলবার সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দের মাঝে আহমেদ শরীফ ডাবলু, রুহুল আমিন, সাইদা শবনম, লুৎফুল বারী, শফিকুল ইসলাম রুবেল, জহুরুল ইসলাম প্রিন্স বক্তব্য দেন।

বক্তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারীভাবে যেটি চালু ছিলো, তা হঠাৎ করে বন্ধের প্রক্রিয়ায় তারা মর্মাহত ও ব্যাথিত। অবিলম্বে এই কোটা বহালের ঘোষনা দিতে প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান তারা।

মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে কিছুক্ষন অবস্থান ধর্মঘট পালন করেন তারা। কর্মসূচিতে মুক্তিযোদ্ধাবৃন্দসহ তাদের পরিবারের সদস্যবৃন্দ অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here