নাটোর প্রতিনিধি: নাটোরে আশ্রয়ন-২ এর অধীনে জমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় সুবিধা ভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া চার চালা টিনের ঘরের উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার লক্ষীপুর এলাকায় সুবিধাভোগী শাহারা খাতুনের বাড়িতে ঘরের উদ্বোধন ও চাবি হস্তান্তর করে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানুসহ অন্যান্যরা। পরে তিনি স্থানীয় ভাবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট প্রত্যাশা করেন।
এ প্রকল্পের আওতায় সদর উপজেলায় ৪শ জনকে ঘর ও স্বাস্থ্য সম্মত পায়খানা প্রদান করা হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।