বিএসইসি কমিশনার পদে তিনজনকে নিয়োগ

0
66

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন কমিশনারের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) ও কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মোহসীন চৌধুরী এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। এর আগে চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামকে পুনর্নিয়োগ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here