সিংঙ্গাপুর গেলেন সেনাবাহিনী প্রধান

0
69

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ শাংরি-লা ডায়লগ ২১তম এশিয়া সিকিউরিটি সামিট-২০২৪ এ যোগদানের উদ্দেশ্যে সিঙ্গাপুর গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ মে ২০২৪) সিংঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান। সফরকালে তিনি আগামী ৩১ মে হতে ০২ জুন ২০২৪ পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ শাংরি-লা ডায়লগ ২১তম এশিয়া সিকিউরিটি সামিট-২০২৪’ এ অংশগ্রহণ করবেন। পাশাপাশি সেনাবাহিনী প্রধান সিঙ্গাপুর সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ (সশস্ত্র বাহিনী প্রধান) এবং বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, এশিয়া অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, সামরিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা এবং ঝুঁকিসমূহ মোকাবিলায় যৌথ কর্মপন্থা নির্ধারণ এই সম্মেলনের মূল লক্ষ্য। সম্মেলন শেষে সেনাবাহিনী প্রধান আগামী ০২ জুন ২০২৪ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here