‘কাকাবাবু’র গোয়েন্দাগিরি দেখতে অপেক্ষা বাড়ল

0
1

সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘কাকাবাবু’-এর ভক্তদের জন্য খানিকটা দুঃসংবাদই বটে। ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির নতুন চলচ্চিত্র ‘বিজয়নগরের হীরে’ আসছে বড়দিনে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেই তারিখ পরিবর্তন করা হয়েছে। ফলে গোয়েন্দা ‘কাকাবাবু’কে পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা দিন।

ভারতীয় গণমাধ্যমের খবর, শুক্রবার (১৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ছবিটির মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। এই ছবিতে নতুন পরিচালকের হাতে থাকলেও, বরাবরের মতো ‘কাকাবাবু’ চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। আর আনুষ্ঠানিকভাবে নতুন মুক্তির দিন ঘোষণা করা হয়েছে ২০২৬ সালের ২৩ জানুয়ারি।

বহুল প্রতীক্ষিত এই ছবিটি নির্মাণ করেছেন চন্দ্রাশিস রায়। এর আগে ‘কাকাবাবু’ সিরিজের প্রথম তিনটি সিনেমা পরিচালনা করেছিলেন সৃজিত মুখার্জি। তবে এবারের কিস্তিতে পরিচালকের আসনে পরিবর্তন এলেও ‘কাকাবাবু’ চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং তার সহকারী ‘সন্তু’ চরিত্রে আরিয়ান ভৌমিকই অভিনয় করছেন।

এসভিএফ এবং এন আইডিয়াজ ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশন-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই ছবিতে সন্তু ছাড়াও ‘কাকাবাবুর’ সঙ্গী হিসেবে আরও কয়েকটি নতুন চরিত্র যুক্ত হচ্ছে। দর্শকরা এবার জোজো, রিঙ্কু ও রঞ্জনার মতো চরিত্রদেরও কাকাবাবুর অভিযানে দেখতে পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here