বড় প্রজেক্ট থেকে সরে দাঁড়ালেন অক্ষয় খান্না

0
1

বক্স অফিস কাঁপানো ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে যখন দর্শকদের উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই বিমর্ষ হওয়ার মতো খবর এলো বলিউডের অন্দরমহল থেকে। ছবিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা অক্ষয় খান্না।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছবির বিশাল সাফল্যের রেশ কাটতে না কাটতেই এমন খবর রীতিমতো হইচই ফেলে দিয়েছে টিনসেল টাউনে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের ২ অক্টোবর ‘দৃশ্যম ৩’ মুক্তি দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছেন নির্মাতারা।

সবকিছু যখন ঠিকঠাক এগোচ্ছিল, তখনই বাধ সাধল অভিনেতা ও নির্মাতাদের মধ্যকার মতপার্থক্য। ছবিতে অভিনয়ের জন্য অক্ষয়ের পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা ছিল না, বরং অনস্ক্রিন উপস্থিতি ও চরিত্রের গভীরতা নিয়ে নির্মাতাদের কাছে কিছু বিশেষ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

তবে চিত্রনাট্যের সেই পরিবর্তনগুলোতে সায় দেননি পরিচালক ও প্রযোজক। সৃজনশীল এই মতানৈক্যের কারণেই শেষ পর্যন্ত এই মেগা প্রজেক্ট থেকে সরে আসার সিদ্ধান্ত নেন অক্ষয়। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত অক্ষয় খান্না কিংবা ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উল্লেখ্য, এর আগে রণবীর সিং ‘ডন ৩’ থেকে সরে দাঁড়িয়েছিলেন। কাকতালীয়ভাবে রণবীর ও অক্ষয় দুজনেই ‘ধুরন্ধর’ ছবিতে পর্দা শেয়ার করেছেন। বক্স অফিসে সেই ছবির অভাবনীয় সাফল্যের পর এই দুই তারকাই এখন নিজেদের কাজের বিষয়ে অনেক বেশি সচেতন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here