জেনেনিন যেসব চ্যানেলে এবারের এশিয়া কাপের খেলা দেখাবে

0
360

আর মাত্র ৩ দিন পর মাঠে গড়াবে এশিয়া কাপ। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। ফাইনালি লড়াই হবে ২৮ সেপ্টেম্বর। এর মাঝে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণও দেখার সুযোগ পাবেন বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমী।

এটি এশিয়ার সেরা হওয়ার ১৪তম আসর। এবারের আসরে অংশ নেবে মোট ৬ দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে লড়বে ভারত, পাকিস্তান ও হংকং। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। এ নিয়ে তৃতীয়বারের মতো সেখানে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই দেখবে বিশ্ব। এ আসরের স্পন্সর ইউনিমানি।

ইতিমধ্যে এশিয়া কাপের ট্রফি উন্মোচন হয়েছে। সেখানে ভিড়তে শুরু করেছে দলগুলো। দেশি চ্যানেলের পাশাপাশি বিদেশি টেলিভিশনেও সরাসরি তাদের ‘যুদ্ধ’ দেখা যাবে। এবারের টুর্নামেন্টে ফাইনালসহ মোট ১৩টি ম্যাচ হবে।

প্রতিযোগিতার সব ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। সেইসঙ্গে ইউটিউবে র‍্যাবিটহোলও খেলাগুলো সম্প্রচার করবে। এ ছাড়া মাছরাঙ্গা ও বিটিভির পর্দায়ও খেলা দেখতে পারবেন বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা।

যুক্তরাজ্যে মাঠের আমেজ দর্শকদের সামনে ছড়িয়ে দেয়ার দায়িত্ব পেয়েছে স্কাই স্পোর্টস ক্রিকেট। এ ছাড়া অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস, দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্টস, কানাডায় এটিএন ক্রিকেট প্লাস, যুক্তরাষ্ট্রে উইলো টিভিতে দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের দর্শকদের জন্য খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, ডিডি ন্যাশনাল (ডিডি ১), ডিডি স্পোর্টস।

মালেয়েশিয়ায় অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি, মধ্যপ্রাচ্যে ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি, সিঙ্গাপুরে স্টার ক্রিকেট এবারের আসরের খেলাগুলো সম্প্রচার করবে।

একনজরে টেলিভিশন চ্যানেলগুলোর তালিকা-

বাংলাদেশে- গাজী টিভি, বিটিভি, মাছরাঙ্গা, র‍্যাবিটহোল (ইউটিউব)

ভারত,পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান- স্টার স্পোর্টস, ডিডি ন্যাশনাল (ডিডি ১), ডিডি স্পোর্টস

অস্ট্রেলিয়া- ফক্স স্পোর্টস

যুক্তরাজ্য- স্কাই স্পোর্টস ক্রিকেট

মালয়েশিয়া- অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি

দক্ষিণ আফ্রিকা- সুপার স্পোর্টস

মধ্যপ্রাচ্য- ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি

যুক্তরাষ্ট্র- উইলো টিভি

সিঙ্গাপুর- স্টার ক্রিকেট

কানাডা- এটিএন ক্রিকেট প্লাস (এশিয়ান টেলিভিশন নেটওইয়ার্ক)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here