আমরা আগের মতই আছি

0
237
Mahbub Morshed manik-Deshinfo
Mahbub Morshed manik-Deshinfo

আমরা আগের মতই আছি

মাহবুব মোর্শেদ মানিক

কথা ছিল এক ঘর বাঁধবো,
তুমি হাসবে আমি হাসবো
কথা বলবে, চুল বাঁধবে
চুলো জলবে, তুমি রাঁধবে।
ভাত ফুটবে, ধোঁয়া উঠবে
তুমি ডাকবে, আমি আসবো
মিহি লজ্জায় সব খুলবে
রাত নামবে ভাল বাসবো
কথা ছিল এক ঘর বাঁধবো
তুমি হাসবে আমি হাসবো।

দিন ঘুরবে ফুল ফুটবে
ব্যাথা উঠবে ফল ফলবে
মেঘ কাটবে চাঁদ হাঁটবে ।
শিশু কান্না কানে বাঁজবে
খুশি উৎসব, ঘর সাঁঝবে
সুখ হাসবে, কথা বলবে
খেলা করবে পথ চলবে।
ঘোড়া চড়বে, পড়া ধরবে
শুধু ছুটবে ঘরে ফিরবে
মা ডাকবে কেঁদে বলবে,

বাবা বকছে, কোলে তুলবে
বুকে রাখবে চুমো আঁকবে
তুমি হাসবে আমি দেখবো
কথা ছিল এক ঘর বাঁধবো
তুমি হাসবে আমি হাসবো ।
ব্যাথা ভুলবো সুখে দুলবো
তুমি দুঃখ পেলে ওমনি
বহু যত্নে বুকে তুলবো।

কথা ছিলো এই কথা রাখবো
ঝড় উঠলেও সূর সাঁধবো
তুমি হাসবে আমি হাসবো
কথা ছিল, এক ঘর বাঁধবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here