ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিক দমনে করা হচ্ছে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। তিনি বলেন, ‘আমরা যত দ্রুত ডিজিটাল হচ্ছি, ততই ডিজিটাল অপরাধ বাড়ছে।
ডিজিটাল অপরাধ দমনের জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন করা হচ্ছে। সাংবাদিকদের দমনের জন্য এ আইন করা হচ্ছে না। তারপরও যেসব ধারা নিয়ে আপত্তি উঠেছে, সেগুলো নিয়ে সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা করব।’
বুধবার (২ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশে মুক্ত গণমাধ্যমের বর্তমান চিত্র’ শীর্ষক সেমিনারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার এ কথা বলেন।
এমআরডিআই ও ফোয়ো মিডিয়া ইনস্টিটিউটের সহযোগিতায় সকালে রাজধানীর জাতীয় সেমিনারটির আয়োজন করেন কমলওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ), বাংলাদেশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। সভাপতিত্ব করেন কমলওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আবদুর রহমান খান।