মুন্সীগঞ্জ মুন্সিগঞ্জঃ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পরে ইট বোঝাই ট্রলার ডুবে নিখোঁজ শ্রমিক মো: রফিজ পরামানিক(২৮) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশের কাছে ময়না তদন্তের জন্য হস্তান্তর করা হয়।
এর আগে দুপুর ৩টার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের রঘুরচর এলাকার মেঘনা নদীতে তার মরদেহ উদ্ধার করে উদ্ধারকারীরা।
সোমবার বিকালে ঝড়ের কবলে পরে ইট বোঝাই ট্রলার ডুবে নিখোঁজ হয় রফিজ। সে পাবনা জেলার চাটমোহর থানার সাইকোলা গ্রামের মোকছেদ পরামানিক এর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ কর্মকর্তা জহিরুল হক জানান, সোমবার বিকালে ঝড় শুরু হলে ট্রলারটি তীরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ঝড়ের কবলে পড়ে কুলিয়ে উঠতে না পেরে ডুবে যায়।
এসময় ১৪ জনের মধ্যে ১৩ জন সাঁতার কেটে তীরে উঠতে সম হলেও রফিজ নিখোজ হয়। গতকাল দুপুরে ফায়ার ঘটনাস্থল থেকে ১০০ গজ সামনেই ভাসমান মরদেহ অবস্থায়লাশ উদ্ধার করে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে ময়না তদন্তের জন্য মরদেহ গজারিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়।