বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় গার্মেন্টকর্মীসহ ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া ও সকালের দিকে ধুনট উপজেলার ধুনট-ঢেকুরিয়া সড়কের মাধবডাঙ্গা গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, গার্মেন্টসকর্মী মোটরসাইকেল আরোহী জেলার উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পুকুরিয়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।
ওমর আলী (৩৫) ও অটোরিক্সা চালক অজ্ঞাত(৩০)।
বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ জানান, রংপুরগামী একটি খালি ট্রাক বাঘোপাড়া এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কায় দিলে ঘটনাস্থলেই চালক মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি।
অন্যদিকে, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান এরফান আলী জানান, সকালের দিকে উপজেলা ধুনট-ঢেকুরিয়া সড়কে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ওমর আলী নিহত হন। তিনি একজন গার্মেন্টকর্মী। এসময় তার সঙ্গে থাকা স্ত্রী শাপলা বেগম (২৫) ও মেয়ে নুপুর খাতুন আহত হন।
ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি। তবে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।