সুস্থ থাকার জন্য প্রতিদিন পান করতে পারেন আদা চা। পানি গরম করে আদা কুচি দিয়ে চুলার জ্বাল কমিয়ে দিন। ১০ মিনিট পর নামিয়ে ছেঁকে নিন। সামান্য ঠাণ্ডা হলে মধু মিশিয়ে পান করুন আদা চা। জেনে নিন নিয়মিত আদা চা পান করবেন কেন।
আদায় রয়েছে এমন কিছু উপাদান যা ক্যান্সারের কোষ গঠনে বাধা দেয়।
বদহজমে নিয়মিত পান করতে পারেন আদা চা। এটি হজমের গণ্ডগোল দূর করতে সাহায্য করবে।
উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে আদা। এটি স্ট্রোকের সম্ভাবনা কমায়।