রংপুরে আত্মহত্যার চেষ্টা ৭ শিক্ষার্থীর, মৃত্যু একজনের

0
481
এসএসসি’র ফল বিপর্যয়ে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাত শিক্ষার্থী বিষপান ও ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। এদের মধ্যে একজন মারা গেছে। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকার ৭ শিক্ষার্থী নিজ বাড়িতে বিষপান ও ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায়  রোকেয়া বেগম নামে এক শিক্ষার্থী মারা গেছে।  সে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের আজাহারুল ইসলামের মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এসএসসির ফল ঘোষণার পর পরই আত্মহত্যার চেষ্টারত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে আসা শুরু হয়ে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলো-  নগরীর সেনপাড়া এলাকার অলক রায়ের মেয়ে প্রীতি রায় উত্তম বখতিয়ার পুর হাজিরহাট এলাকার শহিদুল ইসলাম মিন্টুর মেয়ে খাদিজা, দেওডোবা ডাঙ্গীরপার এলাকার রইচ উদ্দিনের মেয়ে শারমিন, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি এলাকার তাইজিরুল ইসলামের মেয়ে তানজিনা, নগরীর তাজহাট মোল্লাপাড়া এলাকার গণেশ রায়ের মেয়ে শিবা রানী ও পীরগাছা চৌধুরানী এলাকার আব্দুস সালামের মেয়ে সমাপ্তি  ।
এদের মধ্যে একজন গলায় ফাঁস দিয়ে এবং অন্যরা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here