জয়ের লক্ষ্য বড়সড় না হলেও শুরুতেই পর পর উইকেট হারিয়ে বসায় অশ্বিনদের কাজ কঠিন হয়ে দাঁড়ায়৷ করুণ নায়ার ও মার্কাস স্টোইনিসকে সঙ্গে নিয়ে শেষমেশ দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন রাহুল৷
ওপেনিংয়ে নেমে রাহুলের হার না মানা ৮৪ রানের ওপর ভর করেই ৮ বল হাতে রেখে রাজস্থানের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে পাঞ্জাব।
১৫৩ রানের লক্ষ্যটা এক সময় সহজ হবে না বলেই মনে হচ্ছিল। কিন্তু রাহুলের দুর্দান্ত ইনিংসটাই ম্যাচের নাটাই একেবারেই হাতের মুঠোয় নিয়ে আসে পাঞ্জাবের। তাই ১৮.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। পঞ্চম উইকেট জুটিতে রাহুলের সঙ্গে ভালো সঙ্গ দিয়েছেন মারকাস স্টোইনিস। ১৬ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন তিনিও।
পাঞ্জাবের এই জয়ে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ওঠে আসল পাঞ্জাব। আর হেরে প্লেঅফের দৌড় থেকে এক প্রকার ছিটকেই পড়ল রাজস্থান। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারেই তলানিতে রাজস্থানের অবস্থান।
লোকেশ রাহুলের দুরন্ত হাফসেঞ্চুরিতে রাজস্থান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব৷