বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
টসের সময় ধারাভাষ্যকার ডিন জোন্সের সঙ্গে মাশরাফি। ছবি: টুইটারদুবাইয়ে আজ এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে মাশরাফি বিন মুর্তজার দল।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট ব্যাটিং-বান্ধব। পিচ প্রতিবেদনে দেখা গেছে উইকেটে কোনো ঘাস নেই। তবে শিশির বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। গত বছর এই স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচটি ওয়ানডের মধ্যে চার ম্যাচেই পরে ব্যাটিংয়ে নামা দল জিতেছে। বাকি এক ম্যাচে পরে ব্যাটিংয়ে নেমে হেরে যাওয়া দলটি শ্রীলঙ্কা।