জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

0
3

জামালপুরে কার্ভাড ভ্যান চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলে নিহত এবং হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন নিহত হয়। এ ঘটনায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছে। দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের দিগপাইতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, দুপুরে জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কার্ভাড ভ্যান দিগপাইত ইপিজেড এলাকায় পেছন থেকে একটি অটোরিকশাকে চাপা দিলে অটোটি দুমড়ে মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে শিশুসহ ৭ জনকে জামালপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। হাসপাতালে নেওয়ার পর ২ জন নিহত হয।

নিহতরা হলেন, শানাকুর এলাকার,হাযদার আলির ছেলে কলেজ শিক্ষার্থী রাশেদ, অঙ্ঘাত ২ জন মহিলা। আহতরা হলেন, শাওনিযা এলাকার লিযাকত আলির ছেলে আনোয়ার (৩০), দিগপাইত এলাকার হৃদয় আলির ছেলে আলতাব,(৪০), শাওনিয়া এলাকার তযেজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম। অরোও অঙ্ঘাত একজন শিশু মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্ভাড ভ্যান আটক করতে পারলেও পালিয়ে গেছে চালক ও হেলপার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here