টেনিস কোর্টে বন্ধুত্বই ভুলে গেলেন জেসিকা পেগুলা

0
8

অস্ট্রেলিয়ান ওপেনে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হলেন জেসিকা পেগুলা। টুর্নামেন্টের একক ইভেন্টে নিজের ডাবলস পার্টনারের বিপক্ষেই খেলতে নামেন তিনি। একই পরিস্থিতির সম্মুখিন হন লোরেঞ্জো মুসেত্তিও। অবশ্য নিজ নিজ ম্যাচে জিতেছেন দুজনই। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বর তারকা মার্কিন যুক্তরাষ্ট্রের পেগুলা মাত্র ৫৮ মিনিটে তার ডাবলস পার্টনার ম্যাককার্টনি কেসলারকে ৬-০, ৬-২ গেমে হারান।

মজার বিষয় হলো, মাত্র একদিন আগেই তারা মেলবোর্ন পার্কে একসঙ্গে ডাবলস ম্যাচ খেলেছিলেন। ম্যাচ শেষে পেগুলা বলেন, ‘পার্টনারের বিপক্ষে খেলাটা সত্যিই খুব বাজে। আমরা একে অপরের ভালো চাই, কিন্তু যখন একে অপরের বিপক্ষে খেলতে হয়, তখন পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়ে।’

একই চিত্র দেখা গেছে পুরুষ এককেও। পঞ্চম বাছাই ইতালির লোরেঞ্জো মুসেত্তি তার ঘনিষ্ঠ বন্ধু এবং ডাবলস পার্টনার লোরেঞ্জো সোনেগোকে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করেন। অথচ মাত্র ১১ দিন আগেই তারা হংকং ওপেনে জুটি বেঁধে ডাবলস শিরোপা জিতেছিলেন। মুসেত্তি বলেন, ‘বন্ধুর বিপক্ষে খেলা মোটেও সহজ নয়। কোর্টের বাইরে আমাদের অনেক সুন্দর স্মৃতি রয়েছে, যা আলাদা করা বেশ কঠিন। তবে দিনশেষে কোর্টে সবাই জিততে চায়।’

জেসিকা পেগুলা পরের রাউন্ডে রাশিয়ার ওকসানা সেলেখমেতেভার মুখোমুখি হবেন। অন্যদিকে মুসেত্তিও পৌঁছে গেছেন তার ক্যারিয়ারের দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন তৃতীয় রাউন্ডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here