নতুন ঘরোয়া টুর্নামেন্ট চান শান্ত

0
15

বিপিএলের দ্বাদশ আসর শেষ হয়েছে গতকাল (শুক্রবার)। যেখানে চ্যাম্পিয়ন হওয়া রাজশাহী ওয়ারিয়র্সকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রাম রয়্যালসকে ফাইনালে হারানোর পর তিনি কথা বলেছেন দেশের বিভিন্ন স্তরের (ক্লাব ও প্রথম বিভাগ ক্রিকেট) ক্রিকেট নিয়ে চলা নানা সমালোচনা, টানাপোড়েন নিয়ে।

শান্ত বলেছেন, ‘প্লেয়ার হিসেবে একটা কথা বলতে চাই, গত এক-দুই বছরে, বাইরে যে পরিবেশ, এটা ক্রিকেটের অনেক ক্ষতি হচ্ছে। একটা অনুরোধ করব, যারা এই দায়িত্বে আছেন, সবাই মিলে একটু সমঝোতা করে ক্রিকেটটা যেন চালু হয় এটা জরুরি। খেলা হয়তো চলছে তবে আরও সুন্দরভাবে কীভাবে চালানো যায় এটা জরুরি। এখন আসলে সবাই অনিশ্চয়তার মধ্যে আছি কীভাবে কী হবে। সবারই নিজ নিজ জায়গায় দায়িত্ব আছে, খেলা যেন মাঠে নিয়মিত হয়, প্রতিদ্বন্দ্বিতা হয়– এটা জরুরি।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা কম। ওই সময়ে ভিন্ন কোনো টুর্নামেন্ট আয়োজনেরও আহ্বান জাতীয় দলের এই তারকার, ‘ঢাকার ক্রিকেট নিয়েও অনেক সমালোচনা হচ্ছে। এখানেও আমি অনুরোধ করব আগের আসরগুলোর থেকে যেন আরও সুন্দরভাবে হয়। বিশ্বকাপে না গেলে বোর্ডের কাছে অনুরোধ থাকবে যেন আমাদের জন্য আরও একটা বেটার বা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা হয় যেন সবাই খেলতে পারে। বাইরের ব্যাপারগুলো ঠিক করে যেন মাঠের ক্রিকেটটা ঠিকভাবে চালু থাকে।’

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছেন ক্রিকেটাররা। সেই প্রসঙ্গে শান্ত বলেন, ‘এটা (ক্রিকেটারদের সঙ্গে বৈঠক) অবশ্যই ভালো লাগার ব্যাপার। কথা হয়েছে। স্বাস্থ্যকর কথা হয়েছে। আমাদের ডেকেছেন এটা নিয়ে প্লেয়াররা খুশি। (আরও আগেই দরকার ছিল কি না) আমার বলা কঠিন। দলের পার্ট তো আমি ছিলাম না। আমার সঙ্গে হয়নি (যোগাযোগ)।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here