‘নিশাম-উইলিয়ামসনদের কাছে অনেক শিখেছি’

0
11

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দোলাচলের মাঝেই অনুষ্ঠিত হয়ে গেল বিপিএল। যে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে চট্টগ্রাম রয়্যালস ফাইনালে উঠেছিল, সেই ফল উল্টে গেল শিরোপা নির্ধারণী ম্যাচে। চট্টগ্রামকে ৬৩ রানে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স বিপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে। এমন টুর্নামেন্ট বিদেশি তারকাদের কাছ থেকে তরুণ ক্রিকেটারদের শেখার ভালো সুযোগ।

শিরোপাজয়ী রাজশাহীর হয়ে বিপিএলে বেশ উজ্জ্বল ছিলেন রিপন মন্ডল। বল হাতে মাঠে পারফরম্যান্সের পাশাপাশি ড্রেসিংরুমের অভিজ্ঞতাও দারুণভাবে উপভোগ করেছেন তিনি। রাজশাহী স্কোয়াডে ছিলে কেইন উইলিয়ামসন, জিমি নিশাম, মুশফিকুর রহিম ও শান্তদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তাদের সান্নিধ্য পাওয়াটা শেখার বড় সুযোগ ছিল বলেও মনে করেন রিপন।

ডানহাতি এই পেসার জানান, ‘আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে আছেন শান্ত ভাই, মুশফিক ভাই, কেইন উইলিয়ামসন আর জিমি নিশাম। তারা সবাই বিশ্বমানের খেলোয়াড়। তাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করলে অনেক কিছু শেখা যায়। যেমন চাপের মূহূর্তেও কীভাবে ঠাণ্ডা থাকা যায়, কীভাবে কী করলে আরও ভালো হয়। আমরা তাদের কাছ থেকে এগুলোই শিখেছি।’

সিনিয়রদের সঙ্গে যাত্রা কতটা চাপের ছিল– এমন প্রশ্নে রিপন বলেন, ‘চাপের ছিল না আসলে। উপভোগ করেছি। কারণ আরও অনেক খেলেছি। তাই একজন খেলোয়াড় হিসেবে আপনি অনেক সময় অনেক বড় বড় ক্রিকেটারের সঙ্গে খেলবেন, কিন্তু খেলোয়াড় হিসেবে আপনি যদি সবসময় আপনার সেরাটা দিতে পারেন তাহলে খুবই ভালো লাগে।’

এই বিপিএলের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি (৮ ম্যাচে ১৭ উইকেট) বোলার হয়েছেন রিপন। তবে দলের শিরোপাটাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, ‘এই যে চ্যাম্পিয়ন হলাম এবং দলের জয়ে অবদান রাখতে পেরেছি। এটাই আমার প্রাপ্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here