‘সামনে আইসিসি বুঝবে এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়’

0
15

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে দুই সপ্তাহেরও কম সময় বাকি। কিন্তু এখনও আইসিসির এই মেগা ইভেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। যদিও আইসিসির বিরুদ্ধে অবস্থান নিয়ে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটিও ভারতে গিয়েই খেলতে হবে জানিয়ে অনড়। এদিকে, গুঞ্জন রয়েছে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে!

ওই গুঞ্জনের মাঝেই আইসিসির কড়া সমালোচনা করে বাংলাদেশকে সমর্থন জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজাম শেঠি। এ ছাড়াও পিসিবি কী সিদ্ধান্ত নেয় সেদিকেও তাকিয়ে আছেন তিনি, একইসঙ্গে বর্তমান সভাপতি মহসিন নাকভির সিদ্ধান্তে শেঠি আস্থা রাখার কথাও জানিয়েছেন। এর আগে ভারতে গিয়ে বাংলাদেশের না খেলা নিয়ে আইসিসির ভোটাভুটিতে বিসিবির পক্ষে ভোট দেয় পিসিবি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সমর্থনে পাকিস্তানেরও বিশ্বকাপ বয়কট করার গুঞ্জন প্রসঙ্গে নাজাম শেঠি জানিয়েছেন, ‘বাংলাদেশ (ভারতের মাটিতে) বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, এখন বাকি থাকল পিবিবি কী সিদ্ধান্ত নেয়। মহসিন নাকভি খেলাটি বোঝেন এবং অন্যান্য সকল পরিপ্রেক্ষিত নিয়ে তার ভালো ধারণা আছে। মহসিন নাকভি যে সিদ্ধান্তই নেন তা সঠিক হবে।’

আইসিসির বিপক্ষে বিসিবির শক্ত অবস্থানকেও সাধুবাদ জানিয়েছেন পিসিবির সাবেক সভাপতি। একইসঙ্গে আইসিসিকে ভারতীয় দৃষ্টিকোণের বাইরে গিয়ে চিন্তা-ভাবনারও আহবান শেঠির, ‘যদি পাকিস্তানের পর অন্য কোনো দেশ শক্তভাবে অবস্থান নেয়, আইসিসি বুঝতে পারবে এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, বরং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।’

এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফও বিশ্বকাপ বয়কট করার আহবান জানিয়েছিলেন পিসিবিকে। তিনি বলেন, ‘পাকিস্তানের হাতেই ট্রাম্পকার্ড। বাংলাদেশের অবস্থান সঠিক। পাকিস্তান এরচেয়ে ভালো সুযোগ পাবে না। পাকিস্তানের না খেলা মানে বিশ্বকাপ বন্ধ হয়ে যাওয়া, তাদের হাতেই এখন চাবিকাঠি। এটা ঠিক যে পাকিস্তানকে ভবিষ্যতে হয়তো ভুগতে হতে পারে। আইসিসি ইভেন্টে না খেললে নিষেধাজ্ঞা বা জরিমানা পেতে পারে। তবে এখানে কিছু শব্দের ব্যবহার ছাড়া কিছুই করতে হচ্ছে না– আপনি কাকে সমর্থন করেন জানিয়ে দেওয়ার এখনই সময়। বর্তমান ক্রিকেট–ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার উপযুক্ত সময়। পাকিস্তানের এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করা উচিত।’

এ ছাড়াও সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে পিসিবি সূত্রের বরাতে বলা হয়েছিল, আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবি যদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) না মানে এবং বাংলাদেশ শেষ পর্যন্ত সরে দাঁড়ায়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত নিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here