বর্তমান প্রেমিকা জেসিয়া ইসলামের সঙ্গে রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮-এ এক অনুষ্ঠানে তিনি জানান, জেসিয়া ইসলামের সঙ্গে সম্পর্কের আগে প্রায় ১৫০ নারীর সঙ্গে নিজের অন্তরঙ্গ সম্পর্ক থাকার কথা জানিয়েছেন ইউটিবার, মডেল ও অভিনেতা সালমান মুক্তাদির। তবে এসব সম্পর্কের কোনোটিতেই তিনি সিরিয়াস ছিলেন না বলেও জানিয়েছেন।সেখানে নিজেদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা।
২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন জেসিয়া ইসলামের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে নিজের অতীত তাকে জানিয়েছেন বলেও জানান সালমান।
এসময় সালমান জানান, ইন্ড্রাস্ট্রির অনেক নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল যারা তার চেয়ে বয়সে বড় ছিলেন।
সালমান বলেন, আমি যখন খ্যাতি, জনপ্রিয়তা ও প্রচুর অর্থ হাতে পাই তখন আমার বয়স মাত্র ১৯। এ বয়সে যদি আপনি এতটা স্বাধীনতা পেয়ে যান তখন আপনার মনে হবে আপনি ক্ষমতা হাতে পেয়ে গেছেন।