স্টাফ করেসপন্ডেন্ট: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।
সোমবার (১ অক্টোবর) বিকালে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে তিনি এ মামলা করেছেন। শাহবাগ থানার ওসি আবুল হাসান মামলার বিষয়ে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্যারিস্টার নাজমুল হুদা আজ বিকালে নিজে থানায় এসে মামলাটি করেছেন। দুর্নীতি দমন কমিশনের তদন্ত ও আইনের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ায় মামলাটি দুদকে পাঠিয়ে দেওয়া হয়েছে।