মন্ত্রিসভায় অনুমোদন পেল সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত

0
211


সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের সিদ্ধান্ত মন্ত্রিপরিষদের সভায় অনুমোদন করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ সচিব সফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেনির চাকরির ক্ষেত্রে সরাসরি মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। এ ক্ষেত্রে কোনো কোটা থাকছে না। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেনির চাকরির ক্ষেত্রে বহাল থাকছে।

তিনি বলেন, আজ কালের মধ্যেই মন্ত্রিসভার সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। সে অনুসারে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। এ নিয়ে সব মিলিয়ে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here