Home রাজনীতি নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংষর্ষে সজিব নামে একজন ছাত্রলীগ কর্মি আহত হয়েছে। এসময় একটি মোটর সাইকেলে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। শনিবার রাত ১০ টার দিকে নাটোর শহরের হরিশপুর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত হরিশপুর বাস টার্মিনালের আরপি কাউন্টারে চেয়ারে বসা নিয়ে শ্রমিক ইউনিয়নের শাখা সেক্রেটারী তাইজুল ইসলামের সাথে খালেক নামের এক ব্যাক্তির কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এর জেলা ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম মাসুম সমর্থকদের সাথে শ্রমিক নেতা তাইজুল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হক সজিবকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। এসময় তাইজুলের মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। পরে খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত সজিবকে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নাটোর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান. খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তবে এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি।